নরসিংদীর পলাশে আব্দুল গনি নামে এক প্রবাসী বাংলাদেশির পাঁচ খণ্ড করা মরদেহ রেললাইন থেকে উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঘোড়াশালের রেললাইনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আব্দুল গনি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আঁটিয়াগাঁও গ্রামের বাসিন্দা এবং তিনি প্রায় দেড় যুগ ধরে সিঙ্গাপুরে কাজ করতেন। আগামী ২৯ সেপ্টেম্বর তার সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা ছিল।
নিহতের ভাই মনির হোসেন জানান, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টা থেকে আব্দুল গনি নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে রাতে পুলিশকে জানানো হলেও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝামাঝি রেললাইনের নিচে স্থানীয়রা খণ্ডিত মরদেহটি দেখতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে নিহতের ভাই মনির হোসেন সেটি নিখোঁজ আব্দুল গনির মরদেহ বলে শনাক্ত করেন এবং ভাইয়ের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে এটি ট্রেনে কাটা পড়ে মৃত্যু বলে ধারণা করা হলেও, ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।