বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। গতকাল রাত থেকে লোকনাথ দেবী মন্দিরে দেবী দুর্গাকে বরণ করার জন্য নানা প্রস্তুতি চলছে। ধূপ, প্রদীপ আর ঢাকের বাদ্যের তাল মিলিয়ে দেবী আসনে অধিষ্ঠিত হবেন। দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বোধনের জন্য স্থাপিত ঘট থেকে।
পঞ্জিকা অনুসারে, রোববার সকাল ১১টা ১১ মিনিট পর্যন্ত ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে। ভক্তরা শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকের তালে দেবীকে বরণ করার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।
পুরাণমতে, দুর্গার নিদ্রা ভাঙার জন্য এই বোধন পূজা অনুষ্ঠিত হয়। মণ্ডপ- মন্দিরে সাধারণত পঞ্চমীর সন্ধ্যায় বন্দনা পূজা হয়। এবার মহাষষ্ঠীতে দেবী দুর্গাকে বরণ করার প্রস্তুতি চলছে। ঢাকার জগন্নাথ হলে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে।
সাধারণত ষষ্ঠীর সন্ধ্যায় দেবীর বোধন হয়, কিন্তু এবারের পঞ্জিকা অনুযায়ী ষষ্ঠী তিথির সন্ধ্যা পরিপূর্ণ না হওয়ায় শাস্ত্রমতে পঞ্চমীর সন্ধ্যায় বোধন সম্পন্ন হয়। তাই গত শনিবার সন্ধ্যায় দেবী দুর্গার বোধন করা হয়েছে।
শনিবার বোধনের পর আজ রোববার দুর্গার ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা অনুষ্ঠিত হবে। এরপর ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী পূজা উদযাপন শেষে ২ অক্টোবর মহাদশমী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষ হবে। সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। এবার দেবী দুর্গার আগমন হবে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে, আর দশমীতে দেবী মর্ত্যলোক ত্যাগ করবেন দোলা বা পালকিতে চড়ে। সারা দেশে মোট মন্দির-মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৫৫, যা গতবারের চেয়ে হাজারখানেক বেশি।