শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৮০ হাজার সদস্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলিতভাবে মাঠে দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ রোববার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ধর্মীয় উৎসবের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করার অধিকার সবার রয়েছে। নারী ও শিশুর নিরাপত্তা ও পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। তিনি আরও জানান, সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করছে। হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার সব সময় সচেষ্ট।
বিবৃতিতে বলা হয়, দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন ৮০ হাজার স্বেচ্ছাসেবক কাজ করবেন। মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে প্রতিটি পূজামণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পূজা মণ্ডপে উপস্থিত থেকে দর্শনার্থীদের সহায়তা ও শৃঙ্খলা রক্ষা করা হবে। পূজা মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও অন্যান্য বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সমন্বিত কাজ অব্যাহত থাকবে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হবে।
একই সঙ্গে পূজামণ্ডপে মনিটরিং টিমের কার্যক্রম সমন্বয়ে নারী ও শিশু সহায়তা ডেস্ক স্থাপন করা হবে। এখানে যেকোনো জরুরি প্রয়োজনে সহায়তা দেওয়া হবে। জরুরি হটলাইন নম্বর ১০৯৮, ১০৯ এবং কন্ট্রোলরুম নম্বর ০১৮১৮২১১৭৬৩, ০১৯২০৯৫০১৫২, ০১৭৪৯৮১৯৪২২, ০১৭১১০৫৯৮০৭, ০১৯৫৮১৯৩২৪ চালু থাকবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে স্বল্প আয়ের হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপগুলোকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে, যাতে তারা সুষ্ঠুভাবে পূজা আয়োজন করতে পারে। এছাড়া নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে নানা সচেতনতামূলক ক্যাম্পেইনও চলছে।
যদি কোনো নারী বা শিশু পূজামণ্ডপ বা আশেপাশে হয়রানির শিকার হন, তাহলে অভিযোগ গ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বছর সারাদেশে প্রায় ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের থেকে ১ হাজার ১১৯টি বেশি। ঢাকা মহানগরীতে এ বছর ২৫৮টি পূজামণ্ডপে পূজা উদযাপন হবে বলে পূজা উদযাপন পরিষদ জানিয়েছে।