চিকিৎসাধীন অবস্থায় মিলন হোসেন (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিসিন বিভাগে তিনি মারা যান। নিহত মিলন দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের বাসিন্দা।
গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গা জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেই ভোর পৌনে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মারামারির একটি মামলায় চলতি মাসের ৪ তারিখে চুয়াডাঙ্গা কোর্ট থেকে মিলন হোসেনকে জেল হাজতে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন প্রাথমিকভাবে ধারণা করছেন, স্ট্রোকের কারণে মিলন হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জেলা কারাগারের জেলার মো. ফখরউদ্দিন জানান, চিকিৎসকরাও স্ট্রোকে আক্রান্ত হওয়ার কথা বলেছেন। ময়নাতদন্ত শেষে হাজতির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।