নোয়াখালীর বেগমগঞ্জে পানির বোতল ও ২বস্তা চাল দিয়ে শুভেচ্ছার বদলে অপমান করল এ মর্মে আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল এর বিরুদ্ধে অভিযোগ করেছে হিন্দু ধর্মাবলম্বীরা।
তারা বলেন শারদীয় দুর্গাপূজার সপ্তমীর ব্যস্ত দিনে, তাদেরকে চৌমুহনী বাজারের নিজ বাসভবন হোয়াইট হাউসে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ও চৌমুহনী পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় মর্মে ডেকে এলে গরমে দিনে প্রায় ৩-৪ ঘন্টায় রাজনৈতিক বক্তব্য শুনতে বাধ্য করে।
পরে পানির বোতল, কিছু নগদ অর্থের খাম ও প্রতি মণ্ডপের জন্য ২৫কেজি ২বস্তা করে চাল দিয়ে তাদেরকে অপমান করেছে বলে তারা মনে করে।
শারদীয় দুর্গাপূজার বেগমগঞ্জের কমিটির দায়িত্ব প্রাপ্ত এক ব্যক্তি জানান দূর্গাপূজার মহা সপ্তমীর দিনে ব্যস্ত সময়ের তাদেরকে শুভেচ্ছা বিনিময় করার জন্য ডাকা হলেও অধিকাংশ বক্তারা রাজনৈতিক বক্তব্য দিয়ে আগামী দিনে
আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন এর সভাপতি শওকত আজিজ রাসেল কে এই এলাকার এমপি নির্বাচন হওয়ার জন্য আহ্বান জানান।
আবহাওয়া গরম হওয়ার কারণে পূজা মন্ডপের অধিকাংশ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এতে বিরক্ত বোধ করেন। পরে পানির বোতল, প্রতি মণ্ডপে ২৫কেজি ২বস্তা করে চাল ও টাকার খাম দিলে তারা আরো বিরক্ত হন।
তাদের মতে যেখানে একেকটা পূজা মন্ডপে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। সেখানে বেগমগঞ্জের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ব্যক্তিরা এই সামান্য উপহারের জন্য তাদের সময় নষ্ট করে এখানে আসতে চাইনি।
তারা বিরক্ত বোধ করে ভবিষ্যতে এমন কিছু না করার জন্য আহ্বান জানান। রাজনৈতিক সভা আর শারদীয় শুভেচ্ছা বিনিময় এক নয়। তারা আরো বলেন যারা সনাতন ধর্মাবলীদেরকে নিয়ে তামাশা করে তাদেরকে জনগণ কাছে আসতে দিবেনা।