দক্ষিণ ভারতের তেলুগু চলচ্চিত্রের উদীয়মান অভিনেত্রী সোহানি কুমারীর হায়দরাবাদের বাসা থেকে তার হবু স্বামী, চিকিৎসক সাওয়াই সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে, জুবিলি হিলস এলাকার একটি ফ্ল্যাটে।
সাওয়াই সিং পেশায় একজন চিকিৎসক এবং রাজস্থানের বাসিন্দা। ইনস্টাগ্রামের মাধ্যমে সোহানির সঙ্গে তার পরিচয় হয়, যা পরবর্তীতে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্কে। গত বছরের জুলাই মাসে তাদের বাগদান সম্পন্ন হয় এবং এরপর থেকেই তারা একসঙ্গে বসবাস করছিলেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনার দিন সকালে সাওয়াই কর্মস্থলের উদ্দেশে বের হয়ে কিছু সময় পর ফিরে আসেন। এরপর সোহানি ফ্ল্যাট ছেড়ে বাইরে গেলে দুপুরে ফিরে এসে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সাওয়াইয়ের মরদেহ দেখতে পান। দ্রুত পুলিশকে খবর দেওয়া হলে, তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে সাওয়াইয়ের একটি ভিডিও বার্তা, যা তিনি মৃত্যুর আগে রেকর্ড করেন। ভিডিওতে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চলা মানসিক যন্ত্রণা, অতীতের কিছু ভুল এবং চাপই তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।
সোহানি কুমারী পুলিশকে জানিয়েছেন, সাওয়াই তার আগের সম্পর্ক নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সেই সঙ্গে আর্থিক চাপও ভুগছিলেন, যা হয়তো তাকে আরও দুর্বল করে তোলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সাওয়াই সিংয়ের পরিবারের সদস্যদের ইতোমধ্যেই খবর দেওয়া হয়েছে।