রাঙামাটির লংগদু উপজেলায় বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে হঠাৎ উঠে আসা ঝড়ে নৌকাডুবি ঘটে, যাতে নারী-শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার গুলশাখালী থেকে নৌকায় করে মাইনীমুখের এফআইডিসি এলাকায় যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিরিনা বেগম (৪০) ও শিশু রানা (৭)। নিখোঁজ রয়েছে মাসুম (৫) নামে আরও একটি শিশু।
স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় গুলশাখালী থেকে ৫ জন একটি ছোট নৌকায় করে আত্মীয়দের বাড়ি বেড়াতে যায়। বাড়ি ফেরার পথে কাপ্তাই হ্রদে হঠাৎ ঝড় উঠলে নৌকাটি ডুবে যায়। নৌকায় ১ পুরুষ, ২ নারী ও ২ শিশু ছিলেন। বাকি দুই যাত্রী সাঁতরে তীরে ওঠার ক্ষেত্রে সফল হন। ঘটনার পর স্থানীয়রা এক শিশুর মরদেহ উদ্ধার করেন। পরে বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিরিনা বেগমের মৃতদেহ উদ্ধার করে। নিখোঁজ শিশু মাসুমকে উদ্ধারে উদ্ধার কাজ চলছে।
লংগদু ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী বলেন, “স্থানীয় ইউপি চেয়ারম্যান কমল আমাদের দুর্ঘটনার খবর দেন। রাঙামাটি থেকে আমাদের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করেছে। শিরিনা বেগমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং শিশুটিকে উদ্ধারে কাজ চলছে।”
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন জানান, মঙ্গলবার রাত ৮টার পর হঠাৎ ঝোড়ো বাতাসের কারণে এলাকায় অনেক স্থানে নৌকাডুবির ঘটনা ঘটেছে। গুলশাখালী এলাকায় এক শিশু ও এক নারীর মৃত্যু হয়েছে, আরেক শিশু এখনও নিখোঁজ। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।