মিরসরাই উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব পরিদর্শন করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ নুরুল কবির ও সেক্রেটারি মোঃ আনোয়ার উল্লাহ আল মামুন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দও তাদের সঙ্গে উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মোঃ নুরুল কবির বলেন, “জামায়াতে ইসলামী একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ ন্যায্য অধিকার নিয়ে বসবাস করতে পারবে।” তিনি ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, “এই রাষ্ট্রব্যবস্থায় প্রতিটি নাগরিক তার ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে।”
তিনি আরও বলেন, “ইনসাফভিত্তিক একটি ন্যায়পরায়ণ সমাজ গঠনে সনাতন ধর্মাবলম্বীদেরকেও জামায়াতের এই প্রচেষ্টায় অংশগ্রহণের আহ্বান জানাই।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, অফিস সেক্রেটারি শফিকুল আলম সিকদার, পৌর আমীর মোঃ শিহাব উদ্দিন, মাওলানা আলা উদ্দিন, আমজাদ হোসেন, সাহাব উদ্দিন, হাফেজ ইকরাম এবং অধ্যাপক আবু জাফর প্রমুখ।