মরক্কোর উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় তরুণদের (জেন-জি) বিক্ষোভে পুলিশ গুলি চালালে দুজন নিহত হয়েছেন।
স্বাস্থ্যসেবার দুর্বলতা, অর্থনৈতিক বৈষম্য ও দুর্বল শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ‘জেন-জি-২১২’-এর মতো গোষ্ঠীগুলোর নেতৃত্বে বিক্ষোভ অন্তত ১১টি শহরে ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় বিক্ষোভকারীরা একটি পুলিশ স্টেশনে হামলা চালায় এবং আগুন দেয়। পুলিশ দাবি করেছে, ছুরি হাতে অস্ত্র লুটের চেষ্টা হলে তারা গুলি চালাতে বাধ্য হয়।
সরকার একদিকে গণগ্রেপ্তার চালালেও অন্যদিকে সংলাপের আহ্বান জানাচ্ছে। আন্দোলনকারীরা সরকারের এই আচরণকে দ্বিমুখী বলে সমালোচনা করেছেন।