সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ বিস্ময় প্রকাশ করে প্রশ্ন তুলেছেন, বিগত ১৫ বছর ধরে দেশের ক্রিকেটে কোনো দৃশ্যমান উন্নয়ন না ঘটিয়েও কীভাবে কিছু ব্যক্তি এখনও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে থেকে গেছেন।
শুক্রবার (৩ অক্টোবর) রাতের দিকে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, “অনেকদিন ধরে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। গত ১৫ বছর ধরে ক্রিকেটে কোনো উন্নয়ন হয়নি, বরং ক্রিকেট ধ্বংসের দিকে যাচ্ছে। যারা এই সময়ের মধ্যে ক্রিকেটের কোনো উন্নয়ন ঘটাতে পারেনি, তাদের অনেককে এখনও বোর্ডে পরিচালক হিসেবে দেখছি। আমার প্রশ্ন, তারা কীভাবে এখনো বোর্ডে আছেন?”
আফতাব অভিযোগ করেন, “অনেকে বলেন, পাপন সাহেব এবং অন্যান্য প্রভাবশালী পরিচালকদের কারণে তারা কিছু করতে পারেননি। আমি একমত পাপনের উপরে কথা বলার সাহস বা সুযোগ নেই। কিন্তু যখন বোঝা গেল কিছুই করতে পারছেন না, তখন তো পদত্যাগ করতে পারতেন। ভালোবাসার জায়গাটা যখন নষ্ট হচ্ছে, তখন নিশ্চুপ বসে থাকাও দায়। যিনি ১৫ বছর চেয়ারে বসে কেবল ক্ষতি দেখতে পারেন, তার পক্ষে ক্রিকেটের উন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “আমরা যারা ক্রিকেট খেলেছি, দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি, আমরা চাইবো না ক্রিকেট ধ্বংস হোক। বাংলাদেশের গর্ব করার মতো কিছু বিষয় আছে ক্রিকেট তার অন্যতম। এটা নষ্ট হতে দেওয়া যায় না। যারা শুধুই অজুহাত দিচ্ছে, তাদের আগে বোর্ড থেকে সরাতে হবে। তাহলেই প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।”
আফতাব আহমেদের বক্তব্যের মূল সুর ক্রিকেটের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই, তারা যেন বিসিবিতে দায়িত্বশীল পদে না থাকেন। বোর্ডের গঠন ও নেতৃত্বে পরিবর্তনের দাবি স্পষ্ট তাঁর কথায়।