চট্টগ্রামের সীতাকুণ্ডের আলীনগরে ইয়াসিন গ্রুপের হামলার শিকার হয়েছেন এখন টেলিভিশনের দুই সাংবাদিক। এ সময় তাদের ব্যবহৃত ক্যামেরা ভাঙচুর, মোবাইল ফোন ও মানিব্যাগ লুট করে নিয়ে যায় হামলাকারীরা। রোববার (৫ অক্টোবর) এই হামলার ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন এখন টেলিভিশনের ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন মো. পারভেজ। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সাংবাদিক দলটি আলীনগর এলাকায় চলমান সংঘর্ষ ও দখলবাজি পরিস্থিতি কভার করতে গেলে ইয়াসিন গ্রুপের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। হঠাৎ চারদিক থেকে ঘিরে ফেলে মারধর করা হয় সাংবাদিকদের। হামলার পর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
বিষয়টি নিশ্চিত করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবর রহমান। তিনি বলেন, হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। দুই সাংবাদিকের উপর হামলা করায় তারা গুরুতর আহত হয়েছে বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল