মানিকগঞ্জ শহরের অভি অলংকার নামের স্বর্ণের দোকানে নিজেরাই সাজিয়েছে ডাকাতির নাটক, পরে নিজেই ধরা পড়েছেন দোকান মালিক শুভ দাস। পুলিশ তাকে এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে সদর থানার পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন: দোকান মালিক শুভ দাস (৩৫), তার বন্ধু আমানত হোসেন রানা (২৭), সোহান মিয়া (২১) ও মো. শরীফ খান (২২)। এ ঘটনায় আরেকজন পলাতক রয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাত ১২টার দিকে দোকানের মালিক শুভ দাসকে ছুরিকাঘাত করে ৩৯.৭ ভরি স্বর্ণ লুট করার দাবি করা হয়। কিন্তু তদন্তে বেরিয়ে আসে, এটি ছিল দোকান মালিকের নিজের পরিকল্পিত ডাকাতি।
শুভ দাস তার বন্ধু আমানত হোসেন রানা এবং তিন সহযোগীর সঙ্গে যোগসাজশ করে দোকানে ডাকাতির নাটক সাজায়। তার উদ্দেশ্য ছিল গ্রাহকদের রক্ষিত স্বর্ণ আত্মসাৎ করা। এই পরিকল্পনার জন্য আমানত চার সহযোগীকে ৫ লাখ টাকা দিয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করেছে।