চলতি বছরের প্রথম সুপারমুন আজ, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতেই দেখা যাবে। এদিন চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে পৌঁছাবে। ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে আরও বড় ও উজ্জ্বল দেখা যাবে।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ গত ১ অক্টোবর এক প্রতিবেদনে জানায়, এ সুপারমুনকে বলা হয় ‘হার্ভেস্ট মুন’যা প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায়। এটি পূর্ণিমার সময় ঘটে, যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে।
জ্যোতির্বিদদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালে মোট তিনটি সুপারমুন দেখা যাবে, যার প্রথমটিই হচ্ছে আজকের হার্ভেস্ট মুন।
বিশেষজ্ঞদের মতে, সাধারণ পূর্ণিমার চাঁদ রাতভর আকাশে দৃশ্যমান না থাকলেও, হার্ভেস্ট মুন তুলনামূলকভাবে দ্রুত ওঠে এবং একাধিক রাত ধরে আকাশে থাকে। সন্ধ্যার সময় এটি বিশেষভাবে উজ্জ্বল দেখায়।
পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (SUPARCO) জানিয়েছে, আজকের সুপারমুন দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশ থেকেই দেখা যাবে, যার মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও খালি চোখে চাঁদটি স্পষ্টভাবে দেখা সম্ভব।
SUPARCO আরও জানিয়েছে, আজকের চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে ১৪% বড় এবং ৩০% বেশি উজ্জ্বল হবে। এ সময় চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩৬১,৪০০ কিলোমিটার দূরে অবস্থান করবে। সুপারমুন উপভোগের জন্য কোনো টেলিস্কোপ বা বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই। খোলা আকাশের নিচে, বিশেষ করে আলোদূষণবিহীন জায়গা থেকে পূর্ব দিগন্তের দিকে তাকালেই এই মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে।
আজ রাতেই যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে অনেকেই বিরল এ মহাজাগতিক সৌন্দর্যের সাক্ষী হতে পারবেন।
চাঁদ দেখার সময় ক্যামেরা বা স্মার্টফোনে ছবিও তুলতে পারেন, তবে প্রকৃত সৌন্দর্য খালি চোখেই সবচেয়ে ভালো উপভোগ করা যায়।