বৃষ্টিপাত সত্ত্বেও কমছে না ঢাকার বায়ুদূষণ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এর প্রকাশিত তথ্যমতে, বিশ্বের ১২৭টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকা রয়েছে ৪ নম্বরে।
সকাল ৯টা ১৫ মিনিটে প্রকাশিত সূচকে দেখা যায়, ঢাকার বায়ুমানের সূচক (AQI) ১৬৫, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার AQI স্কোর ১৮২। এরপর রয়েছে বাহরাইনের মানামা (১৭২) এবং ভারতের কলকাতা (১৬৬)।
বিশেষজ্ঞদের মতে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত AQI স্কোর ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। এই মাত্রার বাতাসে শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
আইকিউএয়ার পরামর্শ দিয়েছে, এ অবস্থায় ঢাকাবাসীদের ঘরের জানালা বন্ধ রাখতে এবং বাইরে বের হলে মাস্ক পরতে। AQI স্কোর অনুযায়ী বায়ুর মান:শূন্য থেকে ৫০ পর্যন্ত ভালো হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি ৫১ থেকে ১০০ পর্যন্ত স্কোর মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। পাশাপাশি ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এছাড়া ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, এই পরিস্থিতিতে নগরবাসীকে বাইরে অপ্রয়োজনীয় চলাচল সীমিত রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।