মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভ'য়াব'হ এক সড়ক দু'র্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সাতজনসহ মোট নয়জন বাংলাদেশি। দুর্ঘটনায় গাড়ির বাংলাদেশি চালক গুরুতর আ/হ/ত হয়েছেন।
বুধবার (৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ওমানের রাজধানী মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরের দুকুম সিদরা এলাকায় এই মর্মান্তিক দু'র্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, মাছ ধরার কাজ শেষে প্রাইভেটকারে করে কর্মস্থল থেকে ফিরছিলেন ১১ জন। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী কনটেইনার ট্রাক প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। এর মধ্যে নয়জন বাংলাদেশি এবং একজন ট্রাকচালক বলে ধারণা করা হচ্ছে।
ওমানে কর্মরত সন্দ্বীপের সজীব চৌধুরী জানান, “প্রতিদিনের মতো তারা সাগর থেকে মাছ ধরে ফিরছিলেন। ফেরার পথে একটি মাছবাহী ট্রাকের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সবাই মা/রা যান। কয়েকজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।”
নিহতদের ম'র'দেহ বর্তমানে ওমানের দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
ওমানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) আসাদুল হক বলেন, “দুঃখজনকভাবে নয়জন বাংলাদেশি দুর্ঘটনায় নি/হ/ত হয়েছেন। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।”
সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা জানান, “নিহতদের মধ্যে সাতজন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তারা সবাই মাছ ধরার কাজে নিয়োজিত ছিলেন।”