কক্সবাজারে একদিনের ব্যবধানে আরও এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে শহরতলীর লিংকরোড রেলক্রসিং সংলগ্ন একটি ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঝোপের ভেতর একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।
মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি ইলিয়াস খান।