৪৯তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (১০ অক্টোবর)। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র ঢাকার বিভিন্ন কেন্দ্রেই এই পরীক্ষা গ্রহণ করা হয়।
এবারের বিশেষ বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে উঠে এসেছে বেশ কিছু আলোচিত ও ঐতিহাসিক প্রসঙ্গ। বিশেষভাবে আলোচনায় এসেছে ‘আয়নাঘর’ বিষয়ক একটি প্রশ্ন। পরীক্ষার ‘আবশ্যিক’ অংশে সেট-২ এর ৭৪ নম্বর এবং সেট-৩ এর ২৫ নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়—‘আয়নাঘর কী উত্তরের চারটি বিকল্প ছিল:(ক) স্বচ্ছ কামরা (খ) পরিবেশবান্ধব কৃষিকাজ (গ) গোপন কারাগার (ঘ) একটি হলিউড মুভি
এই প্রশ্নটি নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে বিভক্ত মতামত দেখা গেছে। অনেকে মনে করেন, ‘আয়নাঘর’ বলতে ফ্যাসিস্ট শাসনামলের গোপন নির্যাতন কেন্দ্র বোঝানো হয়েছে। অন্যদিকে, কেউ কেউ ‘স্বচ্ছ কামরা’ উত্তরটিকে সঠিক বলে মনে করছেন।
এছাড়া পরীক্ষায় শহীদ আবু সাঈদ এবং ১৯৫২ সালের জুলাই আন্দোলন সম্পর্কেও
একটি প্রশ্ন ছিল, যা শিক্ষার্থীদের মধ্যে ঐতিহাসিক জ্ঞান যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখা হয়েছে।
আরও একটি প্রশ্নে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ পর্ব—'ঐক্যমত কমিশনের' প্রস্তাবনা। সেট-৩ এর ৩৯ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়:
“চব্বিশের গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমতের অন্যতম প্রস্তাব কী ছিল?” উত্তরের অপশন ছিল:(ক) দ্বিস্তর বিশিষ্ট সংসদ(খ) সংসদের আসন বৃদ্ধি (গ) সংরক্ষিত নারী আসন বাতিল (ঘ) পিআর (PR) চালু করা
এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষার্থীদের মধ্যে ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে সচেতনতা যাচাইয়ের একটি চেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।