প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৬তম গ্রেডে ২টি পদে মোট ৪৭০ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ২০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১২ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা ছাড়া দেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদসংখ্যা: ২২৪টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা:
এইচএসসি বা সমমানের ডিগ্রি (দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ)
অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট)-এ দক্ষতা
পদসংখ্যা: ২৪৬টি
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা:
ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এইচএসসি বা সমমানের ডিগ্রি
অফিস অ্যাপ্লিকেশন (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট)-এ দক্ষতা
চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
বয়সসীমা: ১৮–৩২ বছর (১২ অক্টোবর ২০২৫ তারিখে নির্ধারিত হবে)।
বয়স প্রমাণের ক্ষেত্রে শুধু এসএসসি/সমমান সনদ গ্রহণযোগ্য; এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
অনলাইনে আবেদন করতে হবে।
প্রতি পদের আবেদন ফি:
সাধারণ প্রার্থীদের জন্য ১১২ টাকা
অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৫৬ টাকা
ফি টেলিটক প্রিপেইড মোবাইল থেকে আবেদন ফরম পূরণের সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে এসএমএস-এর মাধ্যমে জমা দিতে হবে।
১২ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা