আর্লিং হলান্ডের বিধ্বংসী হ্যাটট্রিকের দিনে ইসরায়েলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের মূল পর্বের পথে গুরুত্বপূর্ণ এক ধাপ এগিয়ে গেল নরওয়ে। রাজনৈতিক বিরোধ ও অনিচ্ছা সত্ত্বেও মাঠে নামতে হয়েছিল নরওয়েজিয়ানদের। তবে ম্যাচের আয় ফিলিস্তিনের মানবিক সহায়তায় দান করার ঘোষণা দিয়ে একটি শক্ত বার্তাও দিয়েছে হলান্ডের দল।
ম্যাচের শুরুতেই উপহার পায় নরওয়ে। আলেকজান্ডার সোরলথের নিচু ক্রস নিজেদের জালেই পাঠিয়ে দেন ইসরায়েলি মিডফিল্ডার আনান খালাইলি। এরপর ২৭তম মিনিটে ডান পায়ের নিখুঁত শটে প্রথম গোল করেন হলান্ড। এর ঠিক এক মিনিট পরই ইসরায়েলের আত্মঘাতী গোলের দেখা মেলে আবার। গোলরক্ষক পেরেতজের ব্যর্থ ক্লিয়ারেন্স সতীর্থ ইদান নাখমিয়াসের গায়ে লেগে জালে ঢুকে গেলে ৩-০ গোলে এগিয়ে যায় নরওয়ে।
দ্বিতীয়ার্ধে আরও দুর্দান্ত হয়ে ওঠেন হলান্ড। ম্যাচের ৫৮তম মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। ৭২ মিনিটে আন্তোনিও নুসারের ক্রস থেকে আবারও হেডে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
চলমান বিশ্বকাপ বাছাইয়ে এ নিয়ে ৬ ম্যাচে ১২ গোল করলেন হলান্ড। জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫১ তে। ফুটবল পরিসংখ্যান প্রতিষ্ঠান ‘অপ্টা’র মতে, আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম ৫০ গোলের রেকর্ড এতদিন ছিল ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের দখলে যিনি ৭১ ম্যাচে এই মাইলফলকে পৌঁছেছিলেন। তাকে ছাড়িয়ে মাত্র ৪৬ ম্যাচেই সেই রেকর্ড ভেঙে অনন্য উচ্চতায় উঠে গেলেন হলান্ড।