আর্জেন্টিনার প্রীতি ম্যাচে বিশ্রাম নিলেও মেজর লিগ সকারে (MLS) ইন্টার মায়ামির জার্সিতে খেলতে থাকলেন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা জাতীয় দলের সফরের মাঝেও আটলান্টার বিরুদ্ধে শুরু থেকে নামেন মেসি এবং দুই গোল করে দলকে ৪-০ গোলে জয়ে নেতৃত্ব দেন।
ম্যাচের প্রথম গোল আসে ৩৯তম মিনিটে, যখন ডান দিক থেকে বক্সের কাছে বল পেয়ে দুই ডিফেন্ডারের ফাঁদ পেরিয়ে দুর্দান্ত শটে বল জালে পাঠান মেসি। এর ফলে ইন্টার মায়ামি ১-০ এগিয়ে যায়।
বিরতির পর ৫২ মিনিটে মেসি জর্দি আলবাকে গোল করাতে সাহায্য করেন। অধিনায়ক লম্বা পাস দিয়ে আলবা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠাতে সক্ষম হন। এরপর ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে লুইস সুয়ারেজ দুর্দান্ত শটে দলের তৃতীয় গোল করেন।
৮৭ মিনিটে মেসি তার দ্বিতীয় গোলটি করেন। আলবার পাস থেকে বুক দিয়ে বল নামিয়ে এনে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি। চলতি MLS মরসুমে এ পর্যন্ত ২৬ গোল করলেন মেসি, যা ২০২৩ সালের গোল্ডেন বুট জয়ী ডেনিস বুয়াঙ্গাকে ছাড়িয়ে গেছে।