প্রখ্যাত অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী ডায়ান কিটন আর নেই। স্থানীয় সময় শনিবার (১১ অক্টোবর) ক্যালিফোর্নিয়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনয়শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
ডায়ান কিটনের ঘনিষ্ঠ বন্ধু ডোরি রাথ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বিষয়টি প্রকাশ করেছে বিবিসি।
১৯৭০ সালে ‘লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্স’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ডায়ান কিটনের। তবে তার ক্যারিয়ারে বড় মোড় আসে ১৯৭২ সালে ‘দ্য গডফাদার’ ছবিতে "কেয়ে অ্যাডামস" চরিত্রে অভিনয়ের মাধ্যমে। এরপর একের পর এক জনপ্রিয় চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন তিনি।
১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত উডি অ্যালেন পরিচালিত ‘অ্যানি হল’ ছবিতে অভিনয়ের জন্য ডায়ান কিটন সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করেন। এছাড়াও ‘ফাদার অফ দ্য ব্রাইড’, ‘দ্য ফার্স্ট ওয়াইভস ক্লাব’, ‘ম্যানহাটন’, ‘দ্য ফ্যামিলি স্টোন’, ‘স্লিপার’, ‘লাভ অ্যান্ড ডেথ’ এবং ‘প্লে ইট অ্যাগেইন, স্যাম’-এর মতো বহু দর্শকপ্রিয় ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়।
পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে তিনি সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সামার ক্যাম্প’ সিনেমায় দেখা দিয়েছিলেন।
অভিনয়ের পাশাপাশি কিটন পরিচালনাতেও নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি পরিচালনা করেন তথ্যচিত্র Heaven, কমেডি ড্রামা Unstrung Heroes, এবং পারিবারিক সম্পর্কভিত্তিক চলচ্চিত্র Hanging Up।
নিজস্ব ফ্যাশন সেন্স এবং স্টাইল স্টেটমেন্টের জন্যও ডায়ান কিটন ছিলেন আলাদাভাবে পরিচিত। ব্যক্তিগত জীবনে কখনো বিয়ে করেননি তিনি। তবে তার দুটি পালকসন্তান রয়েছে, যাদের নিয়ে তিনি জীবনের শেষ সময়গুলো কাটান।
ডায়ান কিটনের মৃত্যুতে হলিউড ও বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।