শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারাদেশে একযোগে শুরু হয়েছে ‘জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’। রোববার (১২ অক্টোবর) সকালে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “প্রাথমিকভাবে দেশের প্রায় ৫ কোটি শিশুকে এই ভ্যাকসিন দেওয়া হবে। টাইফয়েডের টিকা সর্বস্তরে পৌঁছে দিতে ব্যাপক প্রচারণা চালাতে হবে।”
এরই মধ্যে রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। টিকা নিতে গিয়ে কিছু শিক্ষার্থীর মধ্যে ভয়ের অনুভূতি থাকলেও, পরে তারা সন্তুষ্টি প্রকাশ করেছে। অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, এই টিকা তাদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১ কোটি ৬৮ লাখ শিশু টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে। অনলাইন ছাড়াও জন্মসনদ ছাড়াই ম্যানুয়ালভাবে রেজিস্ট্রেশন করার সুযোগ রাখা হয়েছে, যাতে কেউ বাদ না পড়ে।
এই মাসব্যাপী ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম চলবে দুই ধাপে। ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিকটস্থ স্কুলে এবং ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া হবে স্থানীয় কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্র থেকে।
জনসচেতনতা বৃদ্ধি এবং সময়মতো টিকা নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদফতর সার্বিক তত্ত্বাবধান করছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।