ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। রবিবার (১২ অক্টোবর) বিকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
এর আগে জেলা শহরের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে দলটি। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে দলটির জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী বলেন, একটি মহল বলছে আমরা নাকি নির্বাচন বানচাল করার জন্য এসব করছি। আমরা বলতে চাই নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা ডিসেম্বরে, আমাদের আপত্তি নেই। কিন্তু তার আগেই আমাদের শর্তগুলো পূরণ করতে হবে। এটা অসম্ভব নয়, সম্ভব।
পরে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মিনহাজের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, কুড়িগ্রাম-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, বাইতুলমাল সেক্রেটারি জহুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।