ট্টগ্রামের মিরসরাইয়ে যুবদলের নেতার উদ্যোগে খালের পানিতে জমে যাওয়া ময়লার ভাগাড় অপসারণ করা হয়েছে৷ রবিবার (১২ অক্টোবর) দুপুরে করেরহাট ইউনিয়ন যুবদল নেতা রেজাউল করিম হক সাবের উদ্যোগে ব্রীজের নিচ থেকে স্কেভেটর দিয়ে ময়লা অপসারণ করা হয়। এতে পানির প্রবাহ সচল হয়।
জানা গেছে, উপজেলার করেরহাট বাজারের উত্তর পাশে খালের উপর ময়লা আবর্জনা স্তূপের কারণে পানি প্রবাহ বন্ধ হয়ে যায়। ফলে সড়কের পূর্ব পাশের ছত্তরুয়া গ্রামের একাংশে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া ফসলি জমিতে পানি জমে থাকায় ফসল হানির সম্ভাবনা ছিল। যা পরবর্তীতে স্কেবেটর দিয়ে অপসারণ করা হয়েছে৷
যুবদল নেতা রেজাউল করিম হক সাব বলেন, দীর্ঘদিন ধরে ব্রিজের নিচে ময়লা আর্বজনায় পানি যাওয়ার পথ বন্ধ হয়ে যায়। এতে বাজার কেন্দ্রীক গ্রাম গুলোর রাস্তা পানিতে প্লাবিত হয়ে মানুষের চলাচল অনেকটা কষ্টকর হয়ে যায় এবং ফসলি জমি গুলোর অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এমন অবস্থায় ময়লা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যাবস্থা করি।