কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া অভিযোগ করেছেন, টেলিভিশন সাংবাদিক পরিচয়ে একদল সাংবাদিক তার বাড়িতে এসে তার পরিবারকে হেনস্থা করেছে।
রিপন মিয়া সামাজিক মাধ্যমে লিখেছেন, আমি রিপন মিয়া। আপনাদের ভালোবাসা ও সমর্থনেই ২০১৬ সাল থেকে এই অবস্থানে পৌঁছেছি। এই সময়ে আমার দ্বারা কারও ক্ষতি করার কোনো রেকর্ড নেই। কোনো কনটেন্ট ক্রিয়েটর আমাকে ডেকেছে, আমি সব সময় সাড়া দিয়েছি।
তিনি আরও দাবি করেছেন, সময়ের সঙ্গে মানুষের ভালোবাসা বাড়লে, পেজ হ্যাক করার চেষ্টা থেকে শুরু করে টিভি ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। আজ (সোমবার) ঢাকার কয়েকজন টিভি সাংবাদিক অনুমতি না নিয়ে আমার বাড়িতে এসে পরিবারকে ভিডিও করতে থাকে। ঘরে মহিলা সদস্য থাকলেও তারা অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে প্রশ্ন চালায়।
রিপন জানিয়েছেন, আমার পরিবারের কেউ মিডিয়াতে আসেনি, আমি কখনো তাদের ব্যবহার করে আয় করতে চাইনি। তিনি স্পষ্ট করেছেন, এই সব কাজ যারা করেছেন, তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন। আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে কিছু বলব না, শুধু সত্য বলব।
রিপন মিয়া যেই টিভি চ্যানেল উল্লেখ করেননি, বললেন, চাইলে নাম প্রকাশ করতে পারি। কিন্তু উদ্দেশ্য কাউকে ছোট করা নয়। তিনি শেষ করেছেন, নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে কেউ যদি এইভাবে কাজ করে বিবেক না জাগে, তাহলে বলার কিছু নেই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।