২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার প্রকাশিত হবে।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।
তিনি জানান, ফলাফল প্রকাশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে ১৬ অক্টোবর ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে।