হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে একই পরিবারের তিন চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চাঁনপুর চা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, রামগঙ্গা চা বাগানের বাসিন্দা ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোছকান আক্তার (১২), চতুর্থ শ্রেণির ছাত্রী শামিমা (১০) এবং তৃতীয় শ্রেণির ছাত্রী ছানিয়া (৯)। তারা যথাক্রমে সেলিম মিয়া, সাজিদ আলী ও মজিদ আলীর কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, তিন শিশুই তাদের আত্মীয়ের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে আসে। বেলা ১১টার দিকে তারা পুকুরে গোসল করতে নামলে দীর্ঘক্ষণেও ফিরে না আসায় পরিবার খোঁজ নিতে গিয়ে পানিতে তাদের নিথর দেহ ভেসে থাকতে দেখে।
স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. আসিফ মাহমুদ তিনজনকেই মৃত ঘোষণা করেন।
নিহত মোছকান আক্তারের মা পারভীন বেগম জানান, তিন শিশু কেউই সাঁতার জানত না।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত শিশুদের বাবা-মা সবাই চা বাগানে শ্রমিক হিসেবে কাজ করেন। একই পরিবারের তিন শিশুর করুণ মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।