চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালতের ভেজালবিরোধী অভিযানে দুই রেস্টুরেন্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ক্ষতিকর রাসায়নিক ও কৃত্রিম রং-ফ্লেভার ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি ফুটপাত দখল করে দোকানের পণ্য রাখার মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করছিল রেস্টুরেন্টগুলো।
এ অপরাধে জালালাবাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং কে.সি. দে রোডের ডেক্সি বাড়ি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিক জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও শহরের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।