এশিয়ান কাপ বাছাইপর্বে ফিরতি লেগে হংকং চায়নার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচের ৮৩তম মিনিটে রাকিব হোসেনের গোলেই সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা। যদিও প্রথমার্ধে পেনাল্টি থেকে পিছিয়ে পড়েছিল দলটি।
ম্যাচের ৩৬তম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী ডি-বক্সে ফাউল করলে হলুদ কার্ড দেখেন। ফলে হংকং চায়না পায় পেনাল্টি। সেই সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিক দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ম্যাথিউ ওর।
বাংলাদেশ বেশ কয়েকবার সমতায় ফেরার চেষ্টা করলেও গোলের দেখা পাচ্ছিল না। তবে ম্যাচের ৭৫তম মিনিটে হংকং চায়নার ডিফেন্ডার অলিভার গারবিগ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ তৈরি হয় বাংলাদেশের সামনে।
অবশেষে ৮৩তম মিনিটে সেই সুযোগ কাজে লাগায় লাল-সবুজরা। ফাহিমের ক্রস থেকে ফাহমিদুলের হেডে বল পেয়ে দারুণভাবে জালে পাঠান রাকিব হোসেন। সেই গোলেই ১-১ সমতায় ফেরে বাংলাদেশ এবং শেষ পর্যন্ত এই ফলেই ম্যাচটি শেষ হয়।
উল্লেখ্য, প্রথম লেগে ঢাকায় হংকং চায়নার কাছে ৪-৩ গোলে হেরেছিল বাংলাদেশ। হামজা চৌধুরী ও শামিত সোমদের নিয়ে গড়া দলটি সেই হারের রেশ কাটিয়ে এবার জয় পাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে। যদিও জয় আসেনি, তবে প্রতিপক্ষের মাঠ থেকে এক পয়েন্ট নিয়ে ফিরেছে জামাল ভূঁইয়ারা।