গাইবান্ধার সদর উপজেলার ঘাঘোয়া ইউনিয়নের ঠেঙ্গামারা পালপাড়া গ্রামের ১৫ বছর বয়সী কিশোরী আদুরি রানী নিখোঁজ হওয়ার ১৭ দিন পার হলেও এখনও তার সন্ধান মেলেনি। এতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার।
গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা দেখতে গিয়ে নিখোঁজ হয় আদুরি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তাকে না পেয়ে ১ অক্টোবর গাইবান্ধা সদর থানায় অপহরণের অভিযোগ দায়ের করেন তার বাবা সুবল চন্দ্র দাস।
আদুরি রানী স্থানীয় রুপার বাজার মাতৃভাষা মডেল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবার জানায়, বেশ কিছুদিন ধরেই শিপুল মিয়া (১৯) নামের এক যুবক আদুরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। দুর্গাপূজা উপলক্ষে দাড়িয়াপুর মন্দির এলাকায় গেলে সেখান থেকেই স্থানীয় কয়েকজন বখাটে মিলে আদুরীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ।
আদুরীর বাবা বলেন, ঘটনার দিন সন্ধ্যা ৭টার পর থেকেই আমরা খুঁজতে থাকি। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, মন্দির সব জায়গায় গেছি, কোথাও পাইনি। এখন ১৭ দিন পেরিয়ে গেছে, কিন্তু মেয়ের খোঁজ নেই। আমি শুধু আমার মেয়েকে ফেরত চাই।
আদুরীর মা ধলি রানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়ের জন্য খাওয়া-দাওয়া বন্ধ হয়ে গেছে। সারাদিন শুধু ওর কথা ভাবি। থানায় অভিযোগ করেছি, কিন্তু এখনও পুলিশও মেয়েকে খুঁজে বের করতে পারেনি।
অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্ত শিপুল মিয়াসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার জানান, ঘটনার তদন্ত চলছে। ১৩ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা গ্রহণ করা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।