বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধি, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শ্রেণিকক্ষে ফিরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেন শিক্ষকরা। এতে শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট।
এর আগে সকাল থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন। গতকাল (মঙ্গলবার) তারা "মার্চ টু সচিবালয়" কর্মসূচি পালন করেছিলেন।
শিক্ষক নেতারা জানান, সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকাল চলবে এবং দেশের কোথাও কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশ নেবেন না।
গত সোমবার থেকেই বেতন কাঠামোর দাবিতে সারাদেশে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ রয়েছে। ফলে অনেক স্কুল-কলেজে শিক্ষাকার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
শিক্ষকরা জানায়, সরকার সম্প্রতি বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দিলেও তারা সেটি প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া দিতে হবে। গত ৫ অক্টোবর এই ঘোষণার পর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় অর্থ বিভাগে একটি নতুন প্রস্তাব পাঠায়, যাতে বাড়িভাড়া ভাতা বাড়িয়ে দুই থেকে তিন হাজার টাকা করার সুপারিশ করা হয়।
বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পান। তাদের প্রতি মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়, যা আন্দোলনের মুখে সম্প্রতি ৫০০ টাকা বাড়ানো হয়েছে। উৎসব ভাতা আগে মূল বেতনের ২৫ শতাংশ হারে দেওয়া হলেও, মে মাসে তা বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। এখন শিক্ষকরা সেই হার আরও বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবি জানাচ্ছেন।