দীর্ঘ এক বছর ছয় মাস পর আবারও সুলাইমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য আকাশপথ খুলে দিয়েছে তুরস্ক। এ নিয়ে অঞ্চলজুড়ে স্বস্তি ফিরে এসেছে। সুলাইমানিয়া বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানিয়েছে, তুরস্কের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ১৫ অক্টোবর থেকে আকাশপথে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। খবরটি নিশ্চিত করেছে শাফাক নিউজ।
২০২৩ সালের এপ্রিল মাসে তুরস্ক এই রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। কারণ হিসেবে তখন বলা হয়েছিল, কুর্দিস্তান অঞ্চলের ওপর পিকেকে (PKK)-র প্রভাব ও অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। নিষেধাজ্ঞার ফলে ওই সময় থেকে সুলাইমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে তুরস্কের আকাশপথ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে কুর্দিস্তানের অর্থনীতি ও পর্যটন খাতে বড় ধরনের ধস নামে। বন্ধ হয়ে যায় বাণিজ্যিক চলাচল ও যোগাযোগ ব্যবস্থা।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে এবার সুলাইমানিয়া কেন্দ্র করে নতুন করে আন্তর্জাতিক ফ্লাইট, বাণিজ্যিক রুট এবং পর্যটন করিডর চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় পর্যবেক্ষকরা মনে করছেন, এটি শুধু বিমান চলাচল চালুর বিষয় নয়—এটি তুরস্ক ও কুর্দিস্তান অঞ্চলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নয়নেরও বার্তা দেয়।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে শুধু যাত্রী পরিবহন নয়, বরং পণ্য পরিবহন, আঞ্চলিক সংলাপ ও বাণিজ্যিক যোগাযোগের নতুন দরজাও খুলে যেতে পারে।