রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে। তবে নির্বাচনের শুরুতেই পোলিং এজেন্টদের ভোটার তালিকা দেখার সুযোগ না দেওয়ার অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদপ্রার্থী শেখ নুর উদ্দিন আবীর।
সকালে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে আবীর অভিযোগ করেন, তাদের পোলিং এজেন্টদের ভোটার তালিকা দেখার অনুমতি দেওয়া হয়নি। শুধুমাত্র রিটার্নিং কর্মকর্তাদেরই সেই তালিকা দেখার সুযোগ রয়েছে। তিনি বলেন, "এই অবস্থা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা। বিষয়টি জানার পর আমি তাৎক্ষণিকভাবে প্রধান নির্বাচন কমিশনারকে জানাই। তিনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।"
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম জানান, “একজন প্রার্থী এই বিষয়ে অভিযোগ করেছেন। অভিযোগের সত্যতা যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”