লাতিন আমেরিকায় মার্কিন সামরিক বাহিনীর দায়িত্বে থাকা অ্যাডমিরাল অ্যালভিন হোলসি নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করতে যাচ্ছেন। চলতি বছরের ১২ ডিসেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক আকস্মিক ঘোষণায় এই তথ্য জানান।
এই সিদ্ধান্ত এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযানের কৌশল নিয়ে হোলসি ও প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছিল। এমনকি হোলসিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়েও আলোচনা হচ্ছিল।
মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড হোলসির পদত্যাগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, "অ্যাডমিরাল হোলসির পদত্যাগ আমার দুশ্চিন্তা আরও বাড়িয়েছে। বর্তমান প্রশাসন অভিজ্ঞ এবং দক্ষ সামরিক নেতৃত্বের গুরুত্ব যথাযথভাবে দিচ্ছে না।"
উল্লেখ্য, অ্যাডমিরাল হোলসি ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুদ্ধ কমান্ডে নেতৃত্ব দেওয়া দুইজন কৃষ্ণাঙ্গ চার-তারকা অফিসারের একজন। যদিও তিনি পদত্যাগের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি, তবে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে অবসরের তারিখ জানিয়েছেন।