এশিয়া কাপের ফাইনালে উঠার সুযোগ থাকা সত্ত্বেও সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এরপর আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয় পেলেও ওয়ানডে সিরিজে ভয়াবহ পরাজয়ের মুখে পড়ে দলটি। নাঈম শেখ ও জাকের আলীসহ বেশ কিছু খেলোয়াড়ের দুর্বল পারফরম্যান্সে সমর্থকদের কঠিন সমালোচনার মুখে পড়তে হয় ক্রিকেটারদের। তবে এবার জয় দিয়ে ভক্তদের মুখে হাসি ফোটাতে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ।
ওয়ানডে ফরম্যাটে খারাপ পারফরম্যান্স পেছনে ফেলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ। শনিবার (১৮ অক্টোবর) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ১টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে, যেখানে মুখোমুখি হবে দুই দল।
সম্প্রতি আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। পুরো তিন ম্যাচেই সেরাটা দিতে পারেনি টাইগাররা; এমনকি একটিও ম্যাচ পুরো ৫০ ওভার খেলতে পারেনি। শেষ দুই ম্যাচে যথাক্রমে ৩০ ওভার থেকে কম সময়ে অলআউট হয়েছে বাংলাদেশ দল।
গত নভেম্বর থেকে ধারাবাহিক চারটি সিরিজে পরাজিত বাংলাদেশ দল মাত্র ১৪টি ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে জয় পেয়েছে। তবে সাম্প্রতিক সময়ে ঘরের মাঠে জয় পেয়েছে টাইগাররা, যা আগামী সিরিজে আত্মবিশ্বাস জোগাবে। ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে সিরিজ জয় উদযাপন করেছিল বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে শেষ তিন ম্যাচের সিরিজ বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতেছিল ২০২১ সালে। তবে সামগ্রিক ওয়ানডে লড়াইয়ে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ; ৪৭ ম্যাচের মধ্যে ২১ জয় এবং ২৪ পরাজয় রয়েছে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়। এই পরিসংখ্যানের আলোকে এবার ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর আশায় রয়েছে বাংলাদেশ।