চট্টগ্রাম জেলার রাউজান থানার একটি অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মোঃ আল আমিন (২৮) কে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানার অধীনে দায়ের করা মামলার প্রধান আসামি মোঃ আল আমিন বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকায় অবস্থান করছে।
এরপর ১৮ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে র্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নোয়াখালী জেলার কবিরহাট থানার উত্তর ল্যামছি গ্রামের বাসিন্দা, করিমুল হুদার পুত্র মোঃ আল আমিনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ এর এই সফল অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এক অস্ত্র মামলার আসামি গ্রেফতার হওয়ায় চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও এক ধাপ অগ্রগতি সাধিত হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।