পাকিস্তান-আফগানিস্তান সম্পর্কের টানাপড়েন চলছিল কয়েকদিন ধরেই। এই উত্তেজনার মধ্যেই শুক্রবার (১৭ অক্টোবর) আফগানিস্তানের পাকতিকা প্রদেশের উরগন জেলায় বিমান হামলা চালায় পাকিস্তান।
আফগান সরকারের দাবি, ওই হামলায় তিনজন স্থানীয় ক্রিকেটারসহ মোট ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। হামলার জেরে ত্রিদেশীয় ক্রিকেট সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান।
নিহত ক্রিকেটাররা হলেন কাবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা শারান শহরে একটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিলেন। খেলা শেষে নিজ গ্রামে ফেরার সময় বিমান হামলার শিকার হন।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’এ দেওয়া এক বার্তায় আফ্রিদি লেখেন, পাকিস্তান সব সময় আফগান ভাইদের পাশে থেকেছে। তাদের দুঃখ-কষ্টকে নিজেদের দুঃখ হিসেবেই দেখেছে। সীমান্ত খুলে দিয়েছে ভাইদের জন্য, ৪০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে। নিজের সামর্থ্য অনুযায়ী আমিও ৩৫০টি আফগান পরিবারের দেখভাল করি।
তিনি আরও লেখেন, দুঃখের বিষয়, আফগানিস্তান সাম্প্রতিক সময়ে এই উপকারগুলো ভুলে গিয়ে সীমান্তে প্রকাশ্য আগ্রাসন চালাচ্ছে। এর জবাবে আমাদের সেনারা উপযুক্ত প্রতিক্রিয়া জানিয়েছে। আফগানদের বুঝতে হবে, পাকিস্তান তাদের ভাইপ্রতিম একটি ইসলামী দেশ। তাই তারা যেন এমন কোনো দেশের হাতিয়ার না হয়, যারা পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসবাদকে মদদ দিচ্ছে।
এ ঘটনার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। সাময়িকভাবে ক্রিকেটীয় সম্পর্কও অনিশ্চয়তার মুখে পড়েছে।