লা লিগায় গেতাফের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোলের দেখা পেলেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে।
রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাতে কলিজিয়াম স্টেডিয়ামে স্বাগতিক গেতাফের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরু থেকে খুব একটা ছন্দে ছিল না কার্লো আনচেলত্তির দল। প্রথমার্ধে কোনো গোল না হলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।
বিরতির পর কিছুটা গতি পায় রিয়ালের আক্রমণভাগ। ম্যাচের ৭৭তম মিনিটে গেতাফের ড্যামিয়েন নিওম ভিনিসিয়ুসকে কনুই দিয়ে আঘাত করলে সরাসরি লাল কার্ড দেখেন। মাত্র ৩ মিনিট পর, গিলেরের পাস থেকে বক্সে ঢুকে জোরালো শটে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, রিয়ালকে এনে দেন কাঙ্ক্ষিত লিড।
৮৪তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গেতাফের উইঙ্গার অ্যালেক্স স্যানক্রিস, যিনি আবারও ভিনিসিয়ুসকে ফাউল করেন। ফলে ৯ জনের দলে পরিণত হওয়া গেতাফে আর ম্যাচে ফিরতে পারেনি।
এই জয়ের ফলে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।