বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে দেশ থেকে চাঁদাবাজি ও মাদক নির্মূল করে একটি সুখী, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২১ অক্টোবর) উত্তরা-পূর্ব থানা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। বৈঠকে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রস্তাবনা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এম কফিল উদ্দিন বলেন, আমি বিশ্বাস করি, ঢাকা ১৮ আসনে দলীয় মনোনয়ন পেলে ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকে সেবা করার সুযোগ পাব। আমাদের লক্ষ্য হলো মাদক ও চাঁদাবাজমুক্ত একটি বাংলাদেশ গঠন করা। এজন্যই প্রতিটি ঘরে ঘরে ৩১ দফা তুলে ধরতে হবে।
তিনি আরও বলেন, তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তিনি কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেননি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সপু মাতব্বর।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষিত ৩১ দফা জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচার করতে হবে। একইসঙ্গে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে সকলে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।