জনপ্রিয় অভিনেতা আসরানির মৃত্যুতে বলিউড এখনও শোকাহত। এর মধ্যেই এলো আরেকটি দুঃসংবাদ—চলে গেলেন বলিউডের উদীয়মান গায়ক ও অভিনেতা ঋষভ ট্যান্ডন।
দিল্লিতে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ৩৫ বছর।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, দিওয়ালি উদযাপন করতে মুম্বাই থেকে পরিবারের কাছে দিল্লিতে গিয়েছিলেন ঋষভ। সেখানে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
গানের জগতে ঋষভ ট্যান্ডন ছিলেন পরিচিত মুখ। নিজের গানে নিজেই সুর দিতেন এবং কণ্ঠ দিতেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায়ও ছিল তার ব্যাপক জনপ্রিয়তা। তার সৃজনশীলতা ও স্টাইল তরুণদের কাছে ছিল অনুকরণীয়।
শুধু গায়ক হিসেবেই নয়, অভিনেতা হিসেবেও তিনি সমান প্রশংসিত হন। 'ফকির লিভিং লিমিটলেস' ও 'রশনা' ছবিতে তার অভিনয় নজর কাড়ে সমালোচকদের।
বেদনাদায়ক ব্যাপার হলো ঋষভের সামনেই ছিল একটি আন্তর্জাতিক মিউজিক ট্যুর, যেখানে তার পারফর্ম করার কথা ছিল। তার অকাল মৃত্যুতে সেই আয়োজনও থমকে গেছে।
গায়কের পরিবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই শোকে ভেঙে পড়েছেন। তারা গণমাধ্যম ও ভক্তদের প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত জীবনকে সম্মান জানানো হয় এবং অপ্রয়োজনীয় আলোচনা থেকে বিরত থাকা হয়।