চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার ধর্ষণ মামলার পলাতক আসামী সোনা মিয়া র্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার হয়েছে।
গোপন সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পরোনাভুক্ত পলাতক আসামী সোনা মিয়া রাঙ্গুনিয়া থানাধীন লালানগর ডিগ্রী কলেজ এলাকায় অবস্থান করছে।
এর প্রেক্ষিতে, গত ২২ অক্টোবর ২০২৫ ইং তারিখে সন্ধ্যা আনুমানিক ৯টা ৫ মিনিটে র্যাব-৭ এর আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে পিতা মোঃ ইউসুফ মিয়ার পুত্র সোনা মিয়া (৪৮), লালানগর, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-৭ চট্টগ্রাম এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।