চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দোভাষী বাজার এলাকা থেকে ১৬ বছরের শিশু ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মোঃ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৭
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, চট্টগ্রাম জেলার ইপিজেড থানার মামলার নারী ও শিশু নির্যাতন মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি মোঃ গিয়াস উদ্দিন আনোয়ারা থানাধীন দোভাষী বাজার এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে, গত ২৩ অক্টোবর র্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে তারা আসামি মোঃ গিয়াস উদ্দিন (৪০) কে সফলভাবে আটক করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার ইপিজেড থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।