
জয় দিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শেষ করতে চায় বাংলাদেশ। লিগ পর্বের সপ্তম ও শেষ ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিগার সুলতানার দল। রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। তাই নকআউট পর্বের আগে জয়ের ধারাবাহিকতা বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে, বাংলাদেশ চায় মর্যাদা রক্ষার লড়াইয়ে শেষ ম্যাচ জিতে আসর শেষ করতে।
দ্বিতীয় বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছিল টাইগ্রেসরা। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করলেও এরপর টানা পাঁচ ম্যাচে হেরে সেমিফাইনালের স্বপ্ন ভাঙে দলের। ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে, নিউজিল্যান্ডের কাছে ১০০ রানে, দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে, অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে এবং সর্বশেষ শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরে যায় বাংলাদেশ।
এই পরাজয়গুলোর মধ্যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ তৈরি হয়েছিল, তবে তা কাজে লাগাতে পারেননি নিগার সুলতানারা।
৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে অষ্টম স্থানে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় পেলে সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারবে তারা। বর্তমানে ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে পাকিস্তান।
এদিকে, যদি নিউজিল্যান্ড নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে, তাহলে রান রেটে এগিয়ে থেকে ষষ্ঠ স্থান অর্জনের সুযোগও থাকছে বাংলাদেশের সামনে। কিউইরা এখন পর্যন্ত ৬ ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে।
ওয়ানডে ফরম্যাটে এ পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে ভারত জিতেছে ছয়বার, একটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, আর একটি ম্যাচ টাই হয়েছে।