
চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা পুলিশ হেফাজত হতে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া পলাতক আসামী মোহাম্মদ মাহবুব আলম (৪৩) কে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে তথ্য আসে যে, ডবলমুরিং থানার মামলার আসামী মাহবুব আলম চান্দগাঁও এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৪:৪৫ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল ফয়জুল্লা বলির বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাহবুব আলম হলেন মোঃ ফজল করিম পুত্র
পরবর্তী সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, মাহবুব আলমের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও মহানগরীর বিভিন্ন থানায় নাশকতা ও মাদক সংক্রান্ত মোট ৬টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।