
যশোরের কেশবপুরে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি হাডুডু খেলার পুরস্কার বিতরণের সময় অতর্কিত হামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খেলা দেখতে আসা অতিথি ও আয়োজক কমিটির দুই দলে উত্তেজনা সৃষ্টি হয়। পুরস্কার বিতরণের সময় আয়োজক কমিটির একটি দল মঞ্চে থাকা আহ্বায়ক ও অন্যদের উপর হামলা চালায়।
খেলার রেফারি শওকত হোসেন বলেন, খেলা সুষ্ঠুভাবে শেষ হয়েছে, তবে পুরস্কার বিতরণের সময় এই ঘটনা ঘটে। হাডুডু টুর্নামেন্টের সভাপতি রেজাউল করিম সরদার জানান, হামলার পর দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করা হয়।
পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল বলেছেন, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয় এবং তার উপস্থিতি সময় হামলার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। পাঁজিয়ার বিট পুলিশিং সহকারী কর্মকর্তা মামুন জানিয়েছেন, এখনও কেউ অভিযোগ দেয়নি; অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।