চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাটে পিকআপ ও সিএনজি অটোরিকশা গাড়ির সংঘর্ষে ২ জন নিহত হয়েছে।
রবিবার বেলা ৩ টার দিকে করেরহাট ফরেষ্ট অফিসের মুখে এ দূর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো ২ জন। নিহত ২ জন সম্পর্কে মা-ছেলে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্রুত গতির পিকআপ গাড়ি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে এই দূর্ঘটনা হয়। নিহতের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। গাড়ি গুলো জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।