
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী তিয়্যাগো (সাহির) শামশাদ কাটজ গাজা উপত্যকায় থাকা সকল টানেল ধ্বংসকে সরকার ও সেনাবাহিনীর প্রধান কাজ হিসেবে অগ্রাধিকার দিতে আইডিএফকে (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) নির্দেশ দিয়েছেন। এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। (রিপোর্ট অনুসারে শনিবারের নির্দেশের কথা রোববার বলা হয়েছে।)
কাটজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক লেখায় বলেন, ‘আমরা আমাদের নিয়ন্ত্রণাধীন ইয়োলো লাইনের টার্গেটে টানেল ধ্বংসকেই প্রধান কাজ হিসেবে গ্রহণ করেছি এবং একই সঙ্গে সৈন্য ও সীমান্তবর্তী সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি।’ তিনি আরও জানান, মার্কিন ভাইস-প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের বিশেষ দূত ও সেন্টকম কমান্ডারের সঙ্গে আলোচনার পরই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব আলোচনা, প্রকাশিত বিবরণ অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং ‘টানেলগুলোর সম্পূর্ণ ধ্বংস ও হামাসকে নিরস্ত্রীকরণ’ নিশ্চিত করার উদ্দেশ্যেই হয়েছে।
কাটজ বলেন, টানেল ধ্বংস ও হামাসকে অসলামীকরণই গাজায় ‘বিজয়’ অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। তিনি আরও বলেন, “সব জিম্মি ও নিহতদের মরদেহ দেশে ফেরত আনা আমাদের নৈতিক কর্তব্য এবং এই পবিত্র মিশন সম্পন্নে সর্বোচ্চ চেষ্টা করব।” প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন যে গাজা নিরস্ত্রীকরণ ও প্রায় ৬০ শতাংশ অবশিষ্ট টানেল ধ্বংস এখন মূল কৌশলগত অগ্রাধিকার।