
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণকে একসঙ্গে দেখা গেল টালিউড তারকা কোয়েল মল্লিকের আমন্ত্রণে আয়োজিত তাঁর নতুন ছবি ‘স্বার্থপর’ এর বিশেষ প্রদর্শনীতে। দুই বাংলার এই তারকাদের উপস্থিতিতে রোববার রাতের অনুষ্ঠানটি হয়ে উঠেছিল রঙিন ও উজ্জ্বল। তাদের একসঙ্গে দেখা যাওয়ার মুহূর্তগুলো ইতোমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
বর্তমানে চঞ্চল চৌধুরী ব্যস্ত ব্রাত্য বসু পরিচালিত ‘শিকড়’ ছবির শুটিংয়ে, অন্যদিকে ফারিণ নতুন এক প্রজেক্টের প্রস্তুতি নিচ্ছেন। অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ দিয়ে টালিউডে অভিষেকের পর থেকে কলকাতায় তাঁর প্রতিটি সফরই আলোচনার জন্ম দেয়। ফলে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় নানা জল্পনা শুরু হয়।
এই কাকতালীয় সাক্ষাৎ প্রসঙ্গে চঞ্চল বলেন, পুরোটাই আকস্মিক। আমি জানতাম না ফারিণ এখানে আছে, সেও জানত না আমি এসেছি। আমি টোনিদা (পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী)-র সঙ্গে মিটিংয়ে এসেছিলাম, তাসনিয়াও একই কারণে এসেছে। পরে দেখা হয়ে গেল একদম মজার কাকতালীয় ঘটনা।
তবে এখানেই থেমে নেই আলোচনা। শোনা যাচ্ছে, অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবিতে একসঙ্গে দেখা যেতে পারে চঞ্চল ও ফারিণকে। যদিও তারা দুজনই বলেন, এখনো কিছু চূড়ান্ত হয়নি, তবে কথা চলছে। আশা করছি একসঙ্গে কাজ করব।
চঞ্চল আরও জানান, আজ টোনিদার সঙ্গে ব্রাঞ্চ করেছি। সবাই দেরিতে উঠেছিলাম, তাই ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করেছি। নানা বিষয়ে আড্ডা হয়েছে। এরপর কোয়েল আমাদের আমন্ত্রণ জানালে ‘স্বার্থপর’ ছবিটা দেখতে চলে আসি।
যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, টালিপাড়ার গুঞ্জন বলছে একই শহরে, একই পরিচালকের সঙ্গে দেখা, এর পেছনে নিশ্চয়ই কোনো নতুন পরিকল্পনা আছে।
যদি সত্যিই চঞ্চল চৌধুরী ও তাসনিয়া ফারিণ একসঙ্গে কাজ করেন, তবে দুই বাংলার দর্শকদের জন্য অপেক্ষা করছে এক বিশেষ চমক।