
কুমিল্লায় মুমূর্ষু রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আতিক নামের এক ব্যক্তি কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে মুমূর্ষু রোগী মরিয়মকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান। গাড়িটি কুমিল্লা বিশ্বরোডের কাছে পৌঁছালে রোগীর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে ওঠে। দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্সে হামলা চালিয়ে ভাঙচুর করে।
পরবর্তীতে রোগীকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাঙচুর করা অ্যাম্বুলেন্সে লাশ নিয়ে ফেরার পথে আবারও হামলার ঘটনা ঘটে।
অ্যাম্বুলেন্সটি নোয়াখালীর সোনাইমুড়ি মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম সংবাদ সম্মেলনে হামলার তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, “এ ধরনের অমানবিক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”