মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আরও চারজনের প্রাণহানি ঘটেছে এবং নতুন করে ১,০৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহত চারজনের মধ্যে ৭ থেকে ৬৩ বছর বয়সী একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন, যারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ল্যাবএইড হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নতুন ভর্তি রোগীর সংখ্যা অঞ্চলভিত্তিক নিম্নরূপ: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সর্বোচ্চ ২৩০ জন, এরপর ঢাকা বিভাগে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৪০ জন, বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন এবং অন্যান্য অঞ্চলে অবশিষ্টরা।
এই বছর ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭৩ জনে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ ১৩৩ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য অঞ্চলের মধ্যে বরিশাল বিভাগে ৪০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩৮ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৫ জন উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে।